34 C
আবহাওয়া
২:০৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১, ২০২৫
Bnanews24.com
Home » বাকৃবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

বাকৃবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ


বিএনএ, ময়মনসিংহ: আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সেইসাথে আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা ‘কম্বাইন্ড ডিগ্রি’র দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করে আসছিলেন। গতকাল রোববার একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি সমাধান না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর নাগাদ শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপাচার্যসহ প্রায় ২০০ শিক্ষক-কর্মকর্তাকে অবরুদ্ধ করেন এবং মিলনায়তনের সামনে তালা লাগিয়ে দেন।

শিক্ষার্থীরা জানান, হাজবেন্ড্রি ও ভেটেরিনারি দ্বন্দ্বের কারণে জব সেক্টর ক্রিয়েট হচ্ছে না। এখানে কে যাবে? হাজবেন্ড্রি গ্র্যাজুয়েট নাকি ভেটেরিনারি গ্র্যাজুয়েট? সবার স্বার্থে একটাই ডিগ্রিই চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

সন্ধ্যার পর হঠাৎ ভিসির বাসভবনের পাশ দিয়ে আনুমানিক ২৫০-৩০০ জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বহিরাগতরা মিলনায়তনের তালা ভেঙে দেয়। এতে অবরুদ্ধ শিক্ষকেরা বের হয়ে আসেন। সংঘর্ষে সাংবাদিক, শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের উস্কানিতে বহিরাগত এনে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। মেয়েদের ওপর হামলা করা হয়েছে। কেন এমন করা হলো এর জবাব ও বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার বলেন, ’উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।’

আজ সোমবার ভোর থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসজুড়ে মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ‘রোববার সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।’

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ