বিএনএ, বিশ্বডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে ভয়াবহ বন্যায় এক বৃদ্ধাশ্রমে ৩১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিলেন চলাফেরায় অক্ষম। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের মিয়ুন জেলায় অবস্থিত ওই বৃদ্ধাশ্রমে বুকসমান পানি ওঠার পর উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছায়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, জরুরি সেবা কর্মীরা পানিতে হেঁটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। চীনা গণমাধ্যমও জানিয়েছে, নিহতদের বেশিরভাগই নড়াচড়া করতে অক্ষম ছিলেন।
বন্যার সময় নার্সিংহোমটিতে প্রায় ৭৭ জন বাসিন্দা ছিলেন।
পানির উচ্চতা প্রায় ২ মিটার বা ৬ ফুট হয়ে যাওয়ায় এদের মধ্যে প্রায় ৪০ জন সেখানে আটকে পড়েন বলে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম।
তাইশিটুন শহরে অবস্থিত এই নার্সিংহোমে মূলত শারীরিকভাবে গুরুতর অক্ষম, নিম্নআয়ের এবং সামাজিক সহায়তা পাওয়া প্রবীণদের দেখাশোনা করা হয়।
এক কর্মকর্তা বলেন, ‘বহুদিন ধরেই শহরের এই অংশটি নিরাপদ বলে ধরে নেওয়া হয়েছিল, তাই এটি সরিয়ে নেওয়ার বিষয়ে আমাদের কোনও পরিকল্পনা ছিল না। এই ঘটনা প্রমাণ করে, আমাদের জরুরি পরিকল্পনায় ফাঁকফোকর ছিল।
আমরা চরম আবহাওয়ার ঝুঁকি সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলাম না। এই বেদনাদায়ক অভিজ্ঞতা আমাদের জন্য সতর্কবার্তা হয়ে এসেছে। ’
বিএনএনিউজ/এইচ.এম।