17 C
আবহাওয়া
৬:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ভারতের অন্তত ৩০০ ব্যাংকে সাইবার হামলা

ভারতের অন্তত ৩০০ ব্যাংকে সাইবার হামলা

বাংলাদেশে সাইবার হ্যাকিং বেড়েছে ১৩ শতাংশের বেশি

বিএনএ, বিশ্বডেস্ক : ‘র‌্যানসমঅয়্যার’নামক ভাইরাসের আক্রমণে ভারতের ৩০০টি ছোট ব্যাংকের টাকা আদানপ্রদানের পরিষেবা সাময়িক ব্যাহত হয়েছে। ওই ব্যাংকগুলো লেনদেন সংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা ‘সি-এজ টেকনোলজি’ র‌্যানসমঅয়্যার হানার শিকার হয়েছে। খবর রয়টার্স।

ভারতের শীর্ষ ব্যাংক এবং ভারতীয় সাইবার কর্তৃপক্ষ দেশের সমস্ত ব্যাংগুলোকে গত কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সাইবার হানা সম্পর্কে সতর্ক করছিল। এরই মধ্যে বুধবারের এই হানা।

সাইবার হামলার বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সাইবার হানা সম্পর্কে জানিয়েছে।

তারা জানিয়েছে, ‘সি-এজ টেকনোলজি’কে এনপিসিআই দ্বারা পরিচালিত খুচরা লেনদেন ব্যবস্থা থেকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

এনপিসিআই-এর একটি সূত্র জানিয়েছে, ভারতে প্রায় দেড় হাজার সমবায় এবং আঞ্চলিক ব্যাংক রয়েছে। যেগুলোর বেশিরভাগই বড় শহরের বাইরে কাজ করে। এর মধ্যে কয়েকটি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই ছোট ব্যাংক।

এই সাইবার হানার ফলে ভারতের মোট লেনদেন পরিষেবার খুব ছোট অংশই প্রভাবিত হয়েছে। এনপিসিআই একটি অডিট করছে যাতে এই হানা ছড়িয়ে না পড়ে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত