26 C
আবহাওয়া
১১:৫৪ অপরাহ্ণ - আগস্ট ৮, ২০২৫
Bnanews24.com
Home » হা‌নিয়ার র‌ক্তের বদলা নেয়া ইরানের দা‌য়িত্ব-উজমা খামেনেয়ী 

হা‌নিয়ার র‌ক্তের বদলা নেয়া ইরানের দা‌য়িত্ব-উজমা খামেনেয়ী 

harnia

‌বিশ্ব ডেস্ক :ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী  বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার  বদলা নেয়া দায়িত্ব মনে করে ইরান।

 

বুধবার(৩১ জুলাই) ভোরে রাজধানী তেহরানে হামাস নেতার শাহাদাতের পরপরই ইরানের সর্বোচ্চ নেতা এ কথা বলেন।

 

তিনি বলেন, “অপরাধী এবং সন্ত্রাসী ইহুদিবাদী রেজিম ইরা‌নে প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদেরকে শোকাহত করেছে, তবে এর মধ্যদিয়ে নিজের জন্য কঠোর শাস্তির ভিত্তি তৈরি করেছে।”

 

ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল হানিয়ার দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের প্রশংসা করেন ইরা‌নের সর্বোচ্চ নেতা।

 

তিনি বলেন, ইসমাইল হানিয়া নিজে শহীদ হওয়ার জন্য এবং এই পথে তার পরিবারের সবাইকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন।

 

উজমা খামেনেয়ী বলেন, আল্লাহর পথে শাহাদাত বরণের ব্যাপারে হানিয়া মোটেই ভীত ছিলেন না। তবে এই তিক্ত এবং ভয়াবহ ঘটনা যেহেতু ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে ঘটেছে সে জন্য জন্য তার রক্তের বদলা নেয়া আমরা দায়িত্ব বলে মনে করি।” সূত্র: পার্সটু‌ডে

এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ