31 C
আবহাওয়া
২:০৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

হাসপাতালে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহ করায় জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফোরসিজনের দক্ষিণ পার্শ্বে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কামরুল ইসলাম(৩৮)  নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতে  অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কামরুল ইসলাম চুনতির ১নং ওয়ার্ডস্থ সুফিনগর মিরিখিল হাফেজ আহমদের পুত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, চুনতি ইউনিয়নের ফোরসিজনের দক্ষিণ পার্শ্বে অবৈধভাবে পাহাড় খেকো কামরুল পাহাড় কাটছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পাহাড় কাটার ঘটনার সত্যতা পেয়ে কামরুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, অবৈধভাবে কোন ধরণের পাহাড় কাটা যাবে না। পাহাড় কাটা সম্পূর্ণ অন্যায়। পাহাড় খেকো ও বালু খেকোরা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

বিএনএ/রায়হান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ