বিএনএ ডেস্ক : পশ্চিম গাজায় সমুদ্রতীরবর্তী একটি ক্যাফেতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার এ হামলার ঘটনা ঘটে। এই ক্যাফেটি অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা ব্যবহার করতেন।
বিবিসির খবরে বলা হয়, নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাবসহ ক্যাফেতে জড়ো হওয়া নারী ও শিশুরাও ছিলেন।
গাজার হামাস শাসিত সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানান, উদ্ধারকারী দলগুলো আল-বাকা ক্যাফেটেরিয়া থেকে ২০ জনের লাশ এবং কয়েক ডজন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। পরবর্তীতে আরও ১৯ জন মারা গেছেন। ক্যাফেটি সৈকতের ধারে তাঁবু দিয়ে তৈরি একটি খোলা জায়গায় ছিল।
চলতি বছর মার্চের পুনরায় যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বড় এলাকা ছাড়ার নির্দেশ জারি করার পরই এই বোমাবর্ষণ করা হলো। এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে।
বিএনএ/ওজি