14 C
আবহাওয়া
৪:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলি হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত


বিএনএ ডেস্ক : ফিলিস্তিনের গাজায়  ইসরায়েলি  হামলায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় ৩৭ হাজার ৯০০ জন। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮৭ হাজার ফিলিস্তিনি।

রোববার (৩০ জুন) বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করে।

আনাদোলু জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৮৭৭ জনে পৌঁছেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়  জানায়,  গত ২৪ ঘণ্টায় তিনটি পরিবারের বিরুদ্ধে ইসরায়েলি ‘হত্যাকাণ্ডে’ ৪৩ জন নিহত এবং আরও ১১১ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।  কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

বিএনএ/ ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ