বিএনএ, জামালপুর : চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) শ্রাবস্তী রায়কে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৯ মে এক আদেশে সরকার ওই নিয়োগ দেয়।
জানা গেছে, শ্রাবস্তী রায় হচ্ছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে প্রথম নারী ডিসি। তিনি চাকমা সম্প্রদায়ের। তার জন্মস্থান রাঙামাটিতে। এরআগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে একাধিক পুরুষ কর্মকর্তা ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মধ্যে শ্রাবস্তী রায়ই প্রথম নারী ডিসি।
শ্রাবস্তী রায় বিসিএস ২৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে তিনি কক্সবাজার জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯ মে তাকে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।
এ ব্যাপারে জামালপুরের নবাগত জেলা প্রশাসক শ্রাবস্তী রায় সাংবাদিকদের বলেন, বদলি ও পদায়ন প্রশাসনের একটি নিত্য নৈমিত্তিক বিষয়। পাহাড়িদের মধ্যে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে আমাকে পদায়নের জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ করিয়ে দেওয়া প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল। সেই নির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সিলেকশন বোর্ডে যারা থাকেন তারা বিষয়টি বিবেচনায় নিয়েছেন। নারীদের কাজ করার সুযোগ দিয়েছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, এর আগে জামালপুরের জেলা প্রশাসক ছিলেন মুর্শেদা জামান। মুর্শেদা জামানের বদলীর পর জামালপুরের জেলা প্রশাসক হিসেবে শ্রাবস্তী রায় যোগদান করেন।
বিএনএ/শাহীন, এমএফ