প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৬ বছর বয়সী কলেজ ছাত্রী কিশোরীকে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। মঙ্গলবার(৩১মে) গটনাটি ঘটে ভারতের তামিলনাড়ু রাজ্যের ত্রিচিতে। কলেজছাত্রীকে হত্যার দায়ে অভিযুক্তকে খুঁজতে গিয়ে পুলিশ যুবকটির মরদেহ খুজে পেয়েছে ঘটনাস্থলের অদূরে রেলরাইনের পাশে।
ওই কিশোরীও ত্রিচির বাসিন্দা। আথিকুলমে তাঁর বাড়ি। পরিবারের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই তাঁদের মেয়েকে উত্ত্যক্ত করছে কেশবন। বার বার তাকে প্রেমের প্রস্তাব দিলেও বরাবরই তা নাকচ করে দিয়েছিল মেয়েটি। তা সত্ত্বেও কিশোরীর পিছু ছাড়েনি কেশবন। বছরখানেক আগে কিশোরীকে অপহরণের দায়ে পকসো আইনে জেলও হয় অভিযুক্তের।
সম্প্রতি জেল থেকে বেরিয়ে আবারও মেয়েটিকে প্রেম নিবেদন করে সে। আবারও প্রত্যাখ্যাত হলে এ বার কিশোরীর
ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি ছুরি চালিয়ে দেয় কেশবন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে মেয়েটি। এর পর সেখানেই ছুরিটি ফেলে রেখে পালিয়ে যায় কেশবন। ময়নাতদন্ত রিপোর্টে কিশোরীর শরীরে ১৪টি ছুরিকাঘােতর চিহৃ পাওয়া গেছে। পুলিশ তদন্ত করছে যুবকটি আত্মহত্যা করেছে না তাকে কেউ খুন করেছে।
সূত্র : আনন্দবাজার।
বিএনএনিউজ২৪,জিএন