14 C
আবহাওয়া
৩:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » পতাকা ওড়ানোয় ফিলিস্তিনি কিশোরকে গাড়িচাপা ইসরাইলি পুলিশের

পতাকা ওড়ানোয় ফিলিস্তিনি কিশোরকে গাড়িচাপা ইসরাইলি পুলিশের

ফিলিস্তিনি কিশোরকে গাড়িচাপা

বিএনএ, বিশ্ব ডেস্ক : ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অপরাধে এক মুসলিম কিশোরকে গাড়িচাপা দিয়েছে ইসরাইলের পুলিশ। রোববার সন্ধ্যায় আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান জেলার একটি রাস্তায় শিশুর ওপর ওই বর্বর হামলা চালায় ইসরাইলি বাহিনী।

জাওয়াদ আব্বাসি (১৫) নামে ওই ফিলিস্তিনি কিশোর তার বাইসাইকেলে নিজ দেশের পতাকা উড়িয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় ইসরাইলি পুলিশ ওই ফিলিস্তিনি কিশোরকে গাড়ি নিয়ে ধাওয়া করে। একপর্যায়ে ইসরাইলি পুলিশ তার ওপর গাড়ি তুলে দেয়। এতে সাইকেল থেকে পড়ে গেলে তার পায়ের ওপর তুলে দেওয়া হয় গাড়ি।

পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ইসরাইল পুলিশ জানায়, ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় তাকে গাড়িচাপা দেওয়া হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ