16 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু


বিএনএ, ফেনী : ফেনীর শর্শদীতে বিদ্যুতায়িত হয়ে খান মোহাম্মদ আব্দুল হান্নান(৩৫) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১ মে) বিকেলে শর্শদি ইউনিয়নের হাসেম চেয়ারম্যান বাড়িতে নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

হান্নান ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের আবুল কালামের ছেলে।

নিহতের চাচা ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল হাসেম জানান, আবদুল হান্নান নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে তাকে বাড়ির লোকজন ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা(আরএমও) ডা. আসিফ ইকবাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ছাত্রলীগ ও যুবলীগ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ