ছয়জনকে হত্যা করার পর ভারতীয় বন কর্মকর্তারা এক বুনো হাতিকে আটক করেছে।৩০বছর বয়সী আরিকমবান নামক এই হাতিটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় চাল এবং শস্যের দোকানে আক্রমণের জন্য কুখ্যাত ছিল।
গত শনিবার, ১৫০ জন বন কর্মকর্তার একটি দল হাতিটিকে আটক করতে অভিযানে নামে। প্রথমে তারা ৪টি প্রশিক্ষিত হাতি দিয়ে আরিকমবানকে ঘিরে ফেলে এবং ৫টি চেতনানাশক ইনজেকশান পুশ করে । এর পর চোখ কাপড় দিয়ে ঢেকে দেয় ও রশি দিয়ে পা বেঁধে ফেলে।
পরে ট্রাকযোগে হাতিটিকে একটি বন্যপ্রাণী সংরক্ষণগারে নিয়ে যাওয়া হয় এবং জিপিএস ট্রেকার লাগিয়ে ছেড়ে দেয়া হয়।
এরআগেও ২০১৭ সালে অ্যারিকোমবানকে বন কর্মকর্তারা চেতনানাশক ইনজেকশান দিতে সক্ষম হলেও কিন্তু সে পালাতে সক্ষম হয়েছিল।
গত মাসে, চাল এবং শস্যের প্রতি তার আগ্রহের কথা মাথায় রেখে, কর্মকর্তারা হাতিটিকে প্রলুব্ধ করার জন্য একটি ডামি রেশনের দোকান তৈরি করেছিলেন, কিন্তু একটি আদালত পরিকল্পনাটি বন্ধ করে দেয়।
সংরক্ষণবাদীরা ভারতের কিছু অংশে মানুষ ও প্রাণীদের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধির জন্য বন এবং প্রধান বন্যপ্রাণী করিডোরের আশেপাশে মানব বসতির দ্রুত সম্প্রসারণকে দায়ী করেন। সরকারের মতে, ভারতে ষাট শতাংশেরও বেশি বন্য এশীয় হাতির আবাসস্থল।
২০১৭ সালে শেষ হাতি আদমশুমারি অনুসারে, ভারতে ২৯,৯৬৪টি হাতির সংখ্যা রেকর্ড করা হয়েছে।সূত্র; ডন অনলাইন।
বিএনএনিউজ২৪,জিএন