23 C
আবহাওয়া
১২:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » এবারের ঈদযাত্রা অনেক নির্বিঘ্নে হয়েছে: হাছান মাহমুদ

এবারের ঈদযাত্রা অনেক নির্বিঘ্নে হয়েছে: হাছান মাহমুদ

এবারের ঈদযাত্রা অনেক নির্বিঘ্নে হয়েছে: হাছান মাহমুদ

বিএনএ, ঢাকা: প্রতিবছর ঈদযাত্রায় মানুষকে যে পরিমাণ দুর্ভোগ পোহাতে হয়, এবার তা হয়নি। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেক নির্বিঘ্নে হয়েছে। এ বছর মহাসড়ক ও রেলের ব্যবস্থাপনা অনেক ভালো ছিল। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (১ মে) চট্টগ্রাম নগরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশে শ্রমিকদের অধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ছিল ১৬৫০ টাকা। এখন সেটি ৮ হাজার টাকায় উন্নীত হয়েছে। এভাবে বিভিন্ন খাতের শ্রমিকদের মজুরি ৬ থেকে ৮ গুন বেড়েছে। আজ দেশে সার্বিকভাবে খেটে খাওয়া মানুষের ক্রয়ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

হাছান মাহমুদ বলেন, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নত হয়েছে। তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এটি প্রধানমন্ত্রীর নানাবিধ পদক্ষেপ কারণেই সম্ভব হয়েছে।

বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করবে মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুলরা ক্ষমতা থাকাকালীন আদমজীর শ্রমিকরা আন্দোলন করেছিল। তখন বিএনপি কী করেছিল তা সবাই জানে। কৃষি শ্রমিকরা যখন কৃষি উপকরণের জন্য আন্দোলন করেছে, তখন তাদের গুলি করে হত্যা করা হয়েছিল।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ