18 C
আবহাওয়া
৬:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » গৌরীপুরে ধর্ষণ চেষ্টার মামলায় যুবক কারাগারে

গৌরীপুরে ধর্ষণ চেষ্টার মামলায় যুবক কারাগারে

গৌরীপুরে ধর্ষণ চেষ্টার মামলায় যুবক কারাগারে

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে কিশোরীকে ধর্ষণ চেষ্টার মামলায় শরিফুল ইসলাম মিন্টু (২৪) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।শনিবার (১ মে) দুপুরে মামলা দায়েরের পর বিকালে শরিফুল ইসলাম মিন্টুকে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার কালীপুর (কলাবাগান) এলাকায় এ ঘটনা ঘটে।

বখাটে শরিফুল ইসলাম মিন্টু নেত্রকোনা জেলার আটপাড়া থানার মল্লিকপুর গ্রামের মো. আ. ছালামের ছেলে। সে মামার বাড়িতে বসবাস করতো বলে জানা গেছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই কিশোরীকে ৬ থেকে ৭ মাস যাবত প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল মিন্টু। প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় গতকাল সন্ধ্যার পর তার মামার বাসার সামনে একা পেয়ে জোরপূর্বক ঘরের ভিতরে নিয়ে যায়। এ সময় ধর্ষণের চেষ্টা করলে কিশোরীর চিৎকারে স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিন্টুকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ওই কিশোরীর মা থানায় মামলা দায়েরের পর শরিফুল ইসলাম মিন্টুকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিএনএ/ হামিমুর রহমান ,ওজি

Loading


শিরোনাম বিএনএ