15 C
আবহাওয়া
১০:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩০

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩০

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩০

বিএনএ বিশ্ব ডেস্ক: আফগানিস্তানের লোগার প্রদেশে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯০ জন। শুক্রবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় প্রদেশটির রাজধানী পুল-ই-আলমে এ বিস্ফোরণ ঘটে।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, একটি অতিথিশালায় এ বিস্ফোরণ ঘটে। এতে ওই অতিথিশালার ছাদ ধসে গেছে।নিহতদের মধ্যে বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থীও রয়েছে। ধ্বংসাবশেষের নিচে অনেকে আটকা পড়েছেন। নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে কাজ করছেন।

লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টানেকজাই বলেন, বিস্ফোরণে ওই এলাকার একটি হাসপাতাল ও ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।এখনও পর্যন্ত কেউই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরুর একদিন পরই এই বোমা বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটলো।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত