18 C
আবহাওয়া
১০:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাউজানে অভিমানে কিশোরীর আত্মহত্যা

বিএনএ, রাঙামাটি : জেলায় কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে উয়েইংচিং মারমা (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় ঘটনাটি ঘটে বলে জানান রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা।

নিহত গৃহবধু রাইখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের  কারিগরপাড়া এলাকার  সাগ‍্যউ মারমার সহধর্মিণী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, উয়েইংচিং মারমা দীর্ঘ ১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর পরিবার বিভিন্ন ডাক্তার, বৈদ্যের কাছে গিয়ে তাঁর চিকিৎসা করিয়েছিলেন। ঘটনার সময় তার ছেলে ও মেয়ে ঘরের বাহিরে ছিলেন এবং স্বামী বনের মধ্যে কাঠ কাটতে গিয়েছিলেন। সন্ধ্যায় তাঁর ছেলে ঘরে এসে দেখে, মা ঘরের মধ্যে রশিতে ঝুঁলে আছে।

তিনি আরও বলেন, ঘটনায় সংবাদ পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ফোর্স  ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। যেহেতু ঐ মহিলার মৃত্যুর ঘটনায় পারিবারিক পক্ষ হতে কেউ অভিযোগ করেন নেই, তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহটি পরিবারের সদস্যদের নিকট আমরা বুঝিয়ে দিয়েছি।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ