20 C
আবহাওয়া
২:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

দুর্ঘটনা

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি গাড়ির ধাক্কায় মো. সোহাগ (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সোহাগের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর থানায়। বর্তমানে যাত্রাবাড়ীর মানিকনগর এলাকায় ভাড়া বাসায় থাকে তারা। সোহাগ স্থানীয় স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহত সোহাগের বাবা জহিরুল ইসলাম ও মা শাপলা বেগম জানান, আমরা দু’জন মাটি কাটার কাজ করি। গতকাল মাটি কাটার কাজে বাসার বাইরে ছিলাম। ছেলেমেয়ে সবাই বাসায় ছিল। আজ সকালে বাসায় এসে শুনতে পাই ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে ছেলেকে মৃত দেখতে পাই।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ