20 C
আবহাওয়া
২:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » কুড়িল ফ্লাইওভারে দুর্ঘটনায় নর্থ সাউথ শিক্ষার্থী নিহত

কুড়িল ফ্লাইওভারে দুর্ঘটনায় নর্থ সাউথ শিক্ষার্থী নিহত

কুড়িল ফ্লাইওভারে দুর্ঘটনায় নর্থ সাউথ শিক্ষার্থী নিহত

বিএনএ,ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডের ফ্লাই ওভারে দুর্ঘটনায় মাইশা মমতাজ মিম নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মিম ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী।

শুক্রবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

দুর্ঘটনায় নিহত নর্থ সাউথ শিক্ষার্থী মিম
দুর্ঘটনায় নিহত নর্থ সাউথ শিক্ষার্থী মিম

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টায় একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে, স্কুটি চালানোর সময় কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়েছে। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সাবরিনা বলেন, মিমের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। মিমের স্কুটারটিকে কোন গাড়ি ধাক্কায় দিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনার সঠিক কারণ তদন্তে কাজ করছে পুলিশ।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ