27.5 C
আবহাওয়া
১২:৩৪ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় সীমানা বিরোধে ভাংচুর, ‘নারীকে’ পুড়িয়ে মারার হুমকি

আনোয়ারায় সীমানা বিরোধে ভাংচুর, ‘নারীকে’ পুড়িয়ে মারার হুমকি

আনোয়ারায় সীমানা বিরোধে ভাংচুর ‘নারীকে’ পুড়িয়ে মারার হুমকি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গাছের ডাল কাটা নিয়ে প্রতিবেশীর হামলায় শারমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। এই ঘটনায় আহত নারীকে পুড়িয়ে মারবে বলে হুমকি দেয় অভিযুক্তরা ।

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর মারধরে আহত গৃহবধূ বাদী হয়ে ০৫জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, বছির আহমদ (৫০), মোঃ সাজ্জাদ (২০), ইয়াছমিন আক্তার (৪১), শাহারিতা বশির (১৮), ইয়ার মুহাম্মদ (৪০)। তারা সবাই গুয়াপঞ্চক ৫নং ওয়ার্ডের মীর আহমদ বাড়ির বাসিন্দা।

অভিযোগে আহত শারমিন আক্তার জানান, “অনুমতি নিয়ে আমার ঘরের টিনের উপর সীমানায় অবস্থিত এয়ার মুহাম্মদের গাছের ডাল কাটতে উঠলে অভিযুক্ত অন্যান্যরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে তারা আমাকে টিন থেকে ফেলে দিলে আমি মারাত্মকভাবে আহত হয়। প্রতিবেশীর ও সাক্ষীরা আগাইয়া আসিলে বিবাদীরা আমাকে পুড়িয়ে মারবে বলে হুমকি দেয়।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ