17 C
আবহাওয়া
৮:৩৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ভূমিকম্পে তুরস্কে দুই লাখের বেশি ভবন ধ্বংস

ভূমিকম্পে তুরস্কে দুই লাখের বেশি ভবন ধ্বংস

ভূমিকম্পে তুরস্কে দুই লাখের বেশি ধ্বংস

ভূমিকম্পে তুরস্কে দুই লাখের বেশি পাকা  ভবন ধ্বংস হয়েছে। তার মধ্যে শুধু হাতেহই ভবন ধ্বংস হয়েছে ৬০হাজারের বেশি।

তুরস্কের পরিবেশ মন্ত্রী মুস্তফা খুররম সরকারি জরীপ শেষে মঙ্গলবার উক্ত তথ্য প্রকাশ করে বলেন,  ৫লাখ ৮২হাজার ছোটখাট একক ভবন এবং ২লাখ ২হাজার পাকা  ভবন ধ্বংস অথবা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। যেগুলো একেবারে ভেঙ্গে ফেলে নতুন করে তৈরি করতে হবে। খবর ডেইলি সাবাহ।

গত ৬ ফেব্রয়ারি ৭.৭ এবং ৭.৬ মাত্রার দুটি উচ্চ মাত্রার ভূমিকম্পে তুরস্কে ৪৪হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। পাশপাশি ১০লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

ভূমিকম্পে তুরস্কে  ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩.৫মিলিয়ন মানুষ। যা তুরস্কের মোট জনসংখ্যার ১৫ ভাগ।

তুরস্কের পরিবেশ মন্ত্রী মুস্তফা খুররম জানান, সরকারের প্রাথমিক পরিকল্পনা হল প্রায় ১৫ বিলিয়ন ডলার ব্যয়ে ২লাখ  অ্যাপার্টমেন্ট এবং ৭০হাজার গ্রামের বাড়ি তৈরি করা।

দুর্যোগ এবং জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (AFAD) অনুসারে, এই অঞ্চলে এবং দেশের অন্যান্য অংশে ভূমিকম্পে গৃহহীন প্রায় ২ মিলিয়ন লোককে তাঁবু, কন্টেইনার হোম এবং অন্যান্য সুবিধাগুলিতে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ