28 C
আবহাওয়া
৬:৪১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা


বিএনএ, চট্টগ্রাম : নতুন বছরে নতুন বই। সারা দেশের মতো প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে চট্টগ্রামেও শুরু হয়েছে বই উৎসব।রোববার (১ জানুয়ারি) সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন পাঠ্যবই।শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে ।

চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, নাছিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে চলছে বই উৎসব। এ ছাড়া উপজেলার স্কুলগুলোতে বই বিতরণ করা হচ্ছে।

নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,  চট্টগ্রামের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৪৩ হাজার ৪৮১ জন। এসব শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা ১ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৯০৩টি। এ পর্যন্ত মাধ্যমিকে পাওযা গেছে ৫৮ লাখ ৫৪ হাজার ৪৬১টি বই। মাদ্রাসায় প্রাপ্ত বইয়ের সংখ্যা ২৯ লাখ ৮৭ হাজার ৪১টি। সর্বমোট প্রাপ্ত বইয়ের সংখ্যা ৮৮ লাখ ৪১ হাজার ৫০২টি। ৫৫ দশমিক ৯৯ শতাংশ বই বিদ্যালয়ে পৌঁছেছে।

এ ছাড়া চট্টগ্রামের ৪ হাজার ৩৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক ও প্রাথমিকে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৮২ হাজার। এসব শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা ৪৫ লাখ ২২ হাজার ১০৯টি। চাহিদার বিপরীতে বই এসেছে প্রায় ১৫ লাখ। চট্টগ্রাম জেলায় প্রাথমিকের বই সরবরাহ হয়েছে ২৬.৩ শতাংশ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ