বিএনএ,ঝিনাইদহ : ঝিনাইদহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জসিম (৩০) নামে নৌকা সমর্থক এক যুবক নিহত হয়েছে। শনিবার ( ১ জানুয়ারি) বিকালে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় মিলন নামে আরো একজন আহত হয়েছে।নিহত জসিম একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জসিম ও মিলন তারা গ্রামে ফিরছিল পেশাগত কাজ শেষ করে। পথিমধ্যে, ভাটবাড়ীয়া গ্রামে পৌছালে আচমকা এক যুবক এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। তাদের চিৎকার শুনে গ্রামবাসী ছুঠে এসে দুই যুবককে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জসিম মারা যায়।তিনি নৌকা প্রার্থীর সমর্থক বলে জানা যায়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মাঠে রয়েছে। তবে এখনও কোন মামলা হয়নি।
বিএনএনিউজ২৪.কম/আতিক/এনএএম