28 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » হক কথা বলতে ভয় করেনা উলামায়ে কেরাম:বাবুনগরী

হক কথা বলতে ভয় করেনা উলামায়ে কেরাম:বাবুনগরী

হক কথা বলতে ভয় করেনা উলামায়ে কেরাম:বাবুনগরী

বিএনএ,চট্টগ্রাম: হক ও ন্যায়ের কথা বলতে উলামায়ে কেরাম কারো ভয় করে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।উলামায়ে কেরাম কারো রক্তচক্ষুকে ভয় করেন না বলেও জানান তিনি।

শুক্রবার(০১ জানুয়ারি) বাদ জুমা চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে বাবুনগরী আরও বলেন, পবিত্র কোরআনে নবী-রাসুলদের (আ.) মৌলিক ৪টি কাজের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছেন, যিনি তাদেরকে তার আয়াতগুলো পড়ে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন। অথচ এর আগে তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল।নবীগণের এ কাজ চলমান থাকবে। আর হক্কানি উলামায়ে কেরাম নবী হযরত মুহাম্মদ (স.)এর এ কাজ সম্পাদন করবেন।উলামায়ে কেরাম নবী-রাসুলের উত্তরসূরি হিসেবে দীপ্ত কণ্ঠে জাতির সামনে হক কথা বলবেন বলে জানান হেফাজতের আমীর।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হেফাজতে ইসলামের নেতা হযরত মওলানা আল্লামা শেখ আহমদ সাহেব, মওলানা নূরুল ইসলাম, মওলানা ইয়াহইয়া, মওলানা সালাহ উদ্দীন, হযরত মওলানা নোমান ফয়জী, মুফতী জসীম উদ্দীন, মুফতী কিফায়াতুল্লাহ, মওলানা আশরাফ আলী নিজামপুরী, ড.আফম খালিদ হোসেন, মওলানা সাজেদুর রহমান, মওলানা মামুনুল হক, মওলানা জুনায়েদ আল-হাবীব, মুফতী আব্দুল হালিম বোখারী, মওলানা লোকমান, মওলানা খোবাইব, মুফতী হাবীবুর রহমান, মওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মওলানা সাআদাত, মওলানা নূরুল আবছার, মওলানা মাহমুদুল হাসান, মওলানা আজীজুল হক আল-মাদানী ও মওলানা খালেদ সাইফুল্লাহ আয়ূবী।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ