বিএনএ, ঢাকা : দেশে পূর্ণাঙ্গ ইসলামি ধারার ব্যাংকের সংখ্যা বাড়ল। বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ও এনআরবি গ্লোবাল ব্যাংক ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামি ধারার সেবা চালু করছে। শুক্রবার থেকে ব্যাংক দুটি ইসলামি ধারায় তাদের কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ নিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পয়লা জানুয়ারি থেকে স্ট্যান্ডার্ড ব্যাংককে পূর্ণাঙ্গ ইসলামি ধারায় ব্যাংকে রূপান্তর করা হলো। আর এনআরবি গ্লোবাল ব্যাংকের নাম পরিবর্তন করে ‘গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড’ করা হয়েছে। এনআরবি গ্লোবাল ব্যাংক ছিল প্রবাসীদের উদ্যোগে গঠিত একটি ব্যাংক। বর্তমানে ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে।
আর দ্বিতীয় প্রজন্মের ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক ১৯৯৯ সালের ৩ জুন কার্যক্রম শুরু করে। সারা দেশে ব্যাংকটির রয়েছে ১৩৮টি শাখা। স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রায় ৭ লাখ গ্রাহক। গত সেপ্টেম্বর পর্যন্ত ঋণ ছিল ১৫ হাজার ৭৮৯ কোটি টাকা। ব্যাংকটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।
চলতি বছরের শুরুতে পুরোপুরি ইসলামি ধারার ব্যাংকে রূপান্তরিত হওয়ার অনুমতি পায় এনআরবি গ্লোবাল, স্ট্যান্ডার্ড ও যমুনা ব্যাংক।
বিএনএনিউজ/এইচ.এম।