29 C
আবহাওয়া
৮:৫০ অপরাহ্ণ - অক্টোবর ১৩, ২০২৪
Bnanews24.com
Home » ৩১ মার্চ পর্যন্ত অভিবাসী ও শ্রমিকদের ভিসা-নিষেধাজ্ঞা বাড়াল ট্রাম্প

৩১ মার্চ পর্যন্ত অভিবাসী ও শ্রমিকদের ভিসা-নিষেধাজ্ঞা বাড়াল ট্রাম্প


বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩১ মার্চ পর্যন্ত দু’টি অভিবাসন নিষেধাজ্ঞা বাড়িয়েছেন বৃহস্পতিবার, যার ফলে অনেক গ্রিনকার্ড আবেদনকারী এবং অস্থায়ী বিদেশি কর্মীরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না। মহামারিকালীন অর্থনীতি পরিস্থিতিতে মার্কিন কর্মীদের রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছেন বলে জানান ট্রাম্প।

বৃহস্পতিবার তা এবার এ বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হলো। এটি বিদায়ী ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত।

২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন সদ্যজয়ী প্রেসিডেন্ট জো বিডেন। ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে এ নিষেধাজ্ঞাগুলো জারি করেছেন, যা চাইলে দ্রুত বাতিল করা যেতে পারে।

সিদ্ধান্তটির বিরুদ্ধে ৯তম মার্কিন সার্কিট কোর্টে আপিল করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, আগামী ১৯ জানুয়ারি এটির যুক্তিতর্কের জন্য শুনানির দিন ধার্য রয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ